AssamEntertainmentViral & Fact Check
আসামের গুয়াহাটিতে আসছেন অভিনেত্রী সানি লিওন

গুয়াহাটি : আসামের গুয়াহাটিতে আসছেন বলিউডের মোহময়ী অভিনেত্রী তথা প্ৰাক্তন পৰ্ণ তারকা সানি লিওন। গুয়াহাটির জি এস রোডস্থিত প্লেবয় বিয়ের গাৰ্ডেনের বহু মঞ্চে শোভা বাড়াবেন সানি।
বুক মাই শো‘র সর্বশেষ আপডেট মতে, সানি লিওন এক সাঙ্গীতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে সবাইকে মনোরঞ্জন দেবেন। বুক মাই শো‘র মতে, ১ জুলাইর সন্ধ্যা ৬ টা থেকে ডিজে হিসেবে প্লেবয় বীয়ের গার্ডেনে উপস্থিত থাকবেন সানি। এই অনুষ্ঠান উপভোগের জন্য এন্ট্রি পাস শুরু হবে ২০০০ টাকা থেকে।