Barak Valley

ইতিহাস সংকলন সমিতির অঙ্কন প্রতিযোগিতা করিমগঞ্জে

করিমগঞ্জ : ভারতীয় ইতিহাস সংকলন সমিতি, করিমগঞ্জ জেলা ও লাচিত জন্মজয়ন্তী উদযাপন সমিতি, করিমগঞ্জ দ্বারা আয়োজিত বীর লাচিত বরফুকনের চারশতম জন্ম শতবার্ষিকীর বর্ষ ব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজ একটি অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিভিন্ন স্কুল থেকে বালক বালিকারা এতে অংশ নেয়। অঙ্কন প্রতিযোগিতার বিচারক ছিলেন বিশিষ্ট শিল্পী ড: স্বপন কুমার পাল মহাশয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ভারতীয় ইতিহাস সংকলন সমিতির রাজ্যিক সম্পাদক ড: নীলাঞ্জন দে মহাশয়। উপস্থিত ছিলেন ইতিহাস সংকলন সমিতির জেলা সভাপতি শ্রী পঙ্কজ কুমার রায়চৌধুরী, কার্যকরী সভাপতি শ্রী বিশ্বজিৎ দাস, সম্পাদক শ্রী বিপ্লব দেব, সংগঠন সচিব শ্রীমতি নন্দিতা দাস। উদযাপন সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-সভাপতি ড: কৈলাস শর্মা ও ডঃ সুরজিৎ রায়। উপস্থিত ছিলেন শ্রী প্রদীপ দেব, দেবর্ষি সিনহা, বিপাশা দেব, অম্লান দাস, পিয়াল রায়চৌধুরী, কৃষ্ণেন্দু মালাকার, স্পন্দন মুখার্জি প্রমুখরা।

Show More

Related Articles

Back to top button