Barak Valley

ইয়ুথ স্কোয়ার ক্লাবের দুর্গাপুজো কমিটি গঠিত

করিমগঞ্জ : মা আনন্দময়ীর মর্ত্যে আগমনের এখনও প্রায় ৫০ দিন বাকি৷ এরই মধ্যে আগমনীর সুর যেন বেজে উঠল করিমগঞ্জের ঐতিহ্যবাহী ইয়ুথ স্কোয়ার ক্লাব৷ এবার ক্লাবের পুজো ৫১ বছরে৷ এনিয়ে একটু বাড়তি উন্মাদনা রয়েছে সদস্যদের মধ্যে৷ প্রতিবছরই প্রতিমা সহ মণ্ডপ সজ্জা ও আলোকসজ্জায় নতুনত্ব থাকে৷ এবারও এর ব্যতিক্রম হবে না৷ ইতিমধ্যেই ক্লাবের কর্মকর্তারা এনিয়ে তৎপরতা শুরু করে দিয়েছেন৷ পুজোর প্রস্তুতি সহ নতুন কমিটি গঠনের জন্য শুক্রবার রাতে ক্লাব গৃহে এক সভা অনুষ্ঠিত হয়৷ সমর ঘোষের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রথমেই গত বছরের পুজোর হিসেব-নিকেশ পেশ করা হয়৷ সর্বসম্মতিতে তা গৃহীত হয়৷ এরপর এ বছরের জন্য গঠিত হয় পুজোর নতুন কমিটি৷ এতে সভাপতি মনোনীত হয়েছেন অশোক দেব৷ ৫ সহ-সভাপতি হলেন যথাক্রমে সমর ঘোষ, হেমাঙ্গ ভট্টাচার্য, বিপ্লব চক্রবর্তী, কাজল সূত্রধর, নিখিল রায়৷ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন শহর ব্লক কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ৷ কার্যকরী সভাপতি শুভঙ্কর দেবরায়৷ ৩ কার্যকরী সম্পাদক হচ্ছেন বাপন দাস, শিবশংকর চক্রবর্তী ও জয় দাস৷ কোষাধ্যক্ষ সৌগত পাল, মিলন দেব৷

Show More

Related Articles

Back to top button