ঈদ-উল ফিতর, সেজে উঠছে করিমগঞ্জের টাউন ঈদগাহ ময়দান

করিমগঞ্জ, ২০ এপ্রিল : মাঝে আর একদিন। ধুমধামে ঈদ-উল ফিতর পালন করতে সাজিয়ে তোলা হচ্ছে করিমগঞ্জের ঐতিহ্যমণ্ডিত টাউন ঈদগাহ ময়দান। এক মাসের কঠোর সংযম সাধনের পর এসেছে ঈদ-উল ফিতর। পাশাপাশি সেজে উঠেছে গ্রামাঞ্চলের মসজিদ ও ঈদগাহগুলোও। পরিসরকে নান্দনিক রূপ দিতে ঈদগাহ পরিচালন সমিতিগুলি নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছে।
করিমগঞ্জ টাউন ঈদগাহের সঙ্গে সমগ্র জেলার সমস্ত ইসলাম ধর্মাবলম্বীদর আবেগ অনুভূতি জড়িত। ধর্মপ্রাণ মুসলিম মানুষ ঈদের দিনে দল বেঁধে ছুটে আসেন করিমগঞ্জের এই ঐতিহ্যবাহী ঈদগাহে। খোলা আকাশের নীচে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের মতো এ রও কুড়ি থেকে পঁচিশ হাজারের বেশি মুসল্লির সমাগম ঘটবে এখানে। আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় টাউন ঈদগাহের মাঠে এক সাংবাদিক সম্মেলনে পরিচালন সমিতির কর্মকর্তারা ঈদ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের কার্যসূচি তুলে ধরেন।
পরিচালন সমিতির সম্পাদক হবিবুর রহমান চৌধুরি জানান, এবার ঈদ-উল ফিতরের নামাজ পরিচালনার জন্য করিমগঞ্জ টাউন ঈদগাহে আসছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তথা উত্তরপূর্ব ভারতের প্রথম নাইবে আমিরে শরিয়তের সুযোগ্য পুত্ৰ ও ত্রিপুরা রাজ্য নদওয়ার সভাপতি তথা ত্রিপুরা রাজ্য সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের মুখ্য উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।
ঈদের অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে সাতটা থেকে। প্রথমে ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হবে কোরআন পাঠ, ক্বিরাত, গজল পরিবেশন। এর পর প্রধান অতিথি বক্তব্য উপস্থাপন করবেন। সংক্ষিপ্ত ভাবে ঈদগাহ পরিচালন সমিতির সদস্যরা বক্তব্য পেশ করবেন। ঠিক ৯:৩০ মিনিটে নামাজ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে করিমগঞ্জ জেলার পাঁচ বিধায়ক বিজয় মালাকার, কৃষ্ণেন্দু পাল, কমলাক্ষ দে পুরকায়স্থ, সিদ্দেক আহমেদ, আব্দুল আজিজ সহ করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, করিমগঞ্জের পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, উপ-পুরপতি সুখেন্দু দাস, করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার পার্থপ্রতিম দাসকে আমন্ত্ৰণ জানানো হয়েছে করিমগঞ্জ টাউন ঈদগাহের পরিচালন সমিতির পক্ষ থেকে।
ঈদগাহ কমিটির যুগ্ম-সম্পাদক দেওয়ান আব্দুল হেকিম চৌধুরী বলেন, আয়োজনে কোনও ধরনের খামতি করা হয়নি। ঈদের দিন ঈদগাহের ভিতরে এবং বাইরে স্বেচ্ছাসেবীরা থাকবেন। ঈদগাহে আগত মুসল্লিররা যাতে মনে করে নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে আসেন। পাশাপাশি বাইক অথবা ছোট গাড়ি ঈদগাহের পাশে নিয়ে না আসার জন্য আবেদন রাখেন তিনি।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ঈদগাহ পরিচালন সমিতির কোষাধ্যক্ষ বদরুল হক চৌধুরী, পরিচালন সমিতির সদস্য মস্তাক আহমেদ চৌধুরী, ডা. আবুল হুসেন, রফিক চৌধুরী, বাহাউদ্দিন চৌধুরী, আবিধ চৌধুরী, হুসেন আহমেদ চৌধুরী সহ অন্য কর্মকর্তারা।