উত্তপ্ত মণিপুর, কার্ফু জারি, ৫ দিনের জন্য বন্ধ ইন্টারনেট

সংবাদ সংস্থা, ইম্ফল: ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। পরিস্থিতি গুরুগম্ভীর বলা যায়।আদিবাসী আন্দোলন ঘিরে জায়গায় জায়গায় উত্তেজনা দেখা দিচ্ছে। বুধবার দিনভর অশান্তির জেরে উত্তপ্ত থাকে উত্তর পূর্ব ভারতের এই রাজ্য।
পরিস্থিতি এত খারাপের দিকে গতি করে যে প্রশাসনের তরফে মণিপুরের (Manipur) আটটি জেলায় কার্ফু (Curfew) জারি করা হয়। গোটা রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা (Internet Service)।
কারণ এই ইন্টারনেটের মাধ্যমে হিংসা ছড়ায়। ভারতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ঘটনায় এভাবে নেট বন্ধ করা হয়েছে। আসামেও সি এ এ র সময় বন্ধ ছিল ইন্টারনেট। মণিপুরেআগামী ৫ দিন ইন্টারনেট বন্ধ থাকবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে৷ পরবর্তী নির্দেশ না আসা অবধি কার্ফু জারি থাকবে।
উল্লেখযোগ্য যে, বিগত কয়েক সপ্তাহ ধরে মণিপুরে অশান্তি ছড়িয়েছে। পরিস্থিতি খারাপের দিকে চলে যাচ্ছে। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ যে নিজের রাজ্যের হয়ে সাহায্য চেয়ে ট্যুইট করেছেন অলিম্পিক মেডেল জয়ী বক্সার মেরি কম। তিনি লিখেছেন, ‘আমার রাজ্য জ্বলছে। দয়া করে সাহায্য করুন।’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতি-র অন্তর্ভুক্ত করা নিয়ে তাঁদের আপত্তি।
All Tribal Student Union Manipur (ATSUM)-এর দাবি, মেইতেই সম্প্রদায় এসটি স্টেটাস পাওয়ার উপযুক্ত হয়। সেই প্রতিবাদে তাঁরা মণিপুরের চূড়াচন্দ্রপুর জেলার টোরবাঙ এলাকায় উপজাতিদের সমর্থনে একটি মিছিল বের করে। আর সেই মিছিল থেকে ধীরে ধীরে ঝগড়া, হিংসা ছড়ায়।