উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকা ভিত্তিক খেল মহারণ ২.০ প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

করিমগঞ্জ : সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকা ভিত্তিক খেল মহারণ ২.০ প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে আজ মঙ্গলবার করিমগঞ্জে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল চারটায় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক খেল মহারণ কমিটির সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উত্তর করিমগঞ্জ বিধানসভা খেল মহরণ কমিটির সহ-সভাপতি এডিসি উদয়শংকর দত্ত, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রংবামন তেরন, সদস্যসচিব ও জেলা ক্রীড়া আধিকারিক ঝিমলি বরা, করিমগঞ্জের পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, উপ পুরপতি সুখেন্দু দাস, উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ ও বদরপুরের খণ্ড উন্নয়ন আধিকারিকগণ, করিমগঞ্জ পুরসভা ও উত্তর করিমগঞ্জের গ্রাম পঞ্চায়েত খেল মহারণ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
এদিনের সভায় আগামী ২০ এবং ২১ নভেম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকার পুর ও গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠেয় খেল মহারণ প্রতিযোগিতায় অ্যাথলেটিক, ফুটবল, কাবাডি, দাবা, সাঁতার ও পরম্পরাগত সাইকেল দৌড় প্রতিযোগিতার জন্য বিভিন্ন খেলার মাঠ নির্বাচন সহ প্রতিযোগীদের সুষ্ঠুভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পর্কে বিভিন্ন কর্মপন্থা স্থির করা হয়।