এইচএসএলসি কম্পার্টমেন্টাল পরীক্ষার জন্য করিমগঞ্জ জেলার পরীক্ষা কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা

জনসংযোগ, করিমগঞ্জ, ৩ জুলাই : করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সোমবার ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার অধীনে এক আদেশ জারি করে করিমগঞ্জ জেলায় সেবা পরিচালিত এইচএসএলসি কম্পার্টমেন্টাল পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন।
আদেশে বলা হয়েছে যে ৪ জুলাই, মঙ্গলবার থেকে ৮ জুলাই, শনিবার পর্যন্ত করিমগঞ্জ জেলার পাব্লিক এইচ এস স্কুল করিমগঞ্জে, মডেল এইচ এস স্কুল পাথারকান্দিতে এবং নারায়ণ নাথ এইচ এস স্কুল আনিপুর কেন্দ্রে এইচএসএলসি কম্পার্টমেন্টাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এতে এই পরীক্ষা কেন্দ্রগুলিতে ব্যাপক সংখ্যায় পরীক্ষার্থী, তাদের অভিভাবক এবং শুভ চিন্তকদের ভিড় একত্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে যা থেকে জনমনে শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে । এর পরিপ্রেক্ষিতে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার অধীনে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা এই আদেশ অনুসারে পরীক্ষার দিন গুলিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধ এলাকায় পরীক্ষার্থী ও অনুমোদিত ব্যক্তি ছাড়া ৫ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ থাকছে।
পাশাপাশি, পরীক্ষা কেন্দ্র প্রাঙ্গণে যে কোন অনুমোদনবিহীন ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এতে পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধ এলাকায় কোন ধরনের অস্ত্র, বিস্ফোরক সামগ্রী ও সন্দেহজনক সামগ্রী নিয়ে চলাচল নিষিদ্ধ থাকছে। এদিকে পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধ এলাকায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি এবং কোন ধরনের অবৈধ যানবাহন পার্কিং করা যাবে না। এছাড়া এই আদেশে পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটার ব্যাসার্ধ এলাকায় লাউডস্পীকার ও উচ্চ শব্দ মাত্রা সৃষ্টিকারী যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই আদেশ তাৎক্ষণিকভাবে বলবৎ হয়েছে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ধারা অনুসারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।