Assam

একা করিমগঞ্জেই ধরা পড়েছে ৪৮ বাংলাদেশি

করিমগঞ্জ : চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুক্রবার রাত অবধি শুধু অসমে ৫৪ জন অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে৷ এর মধ্যে একা ৪৮ করিমগঞ্জ জেলায়, ৪ জন বঙ্গাইগাঁও এবং ১ জন করে হাফলং জিআরপি ও ধুবড়ি জেলায়৷ আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে যেসব অবৈধ বাংলাদেশি এদেশে প্রবেশ করেছে, তাদের চিহ্নিতকরণে বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং আইনি পদক্ষেপ গ্রহণের নিমিত্তে শনিবার রাজ্য সরকারের পার্সোনাল (বি) বিভাগ একটি অফিস মেমোরেন্ডাম (OM) ইস্যু করেছে৷ এতে এমন তথ্যেরই উল্লেখ রয়েছে৷ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ এক্সে ওই OMT প্রকাশ করেছেন৷ এতে সীমান্তে নজরদারি, BSF-র সঙ্গে সহযোগিতা, গোয়েন্দা তথ্যের আদান প্রদান, আইনি ব্যবস্থা, বাড়তি ফোর্স মোতায়েন সহ একাধিক বিষয় রয়েছে৷

Show More

Related Articles

Back to top button