AssamEducationNorth-East

এবার অসমিয়ার প্রশ্নপত্র ফাঁস! বাতিল পরীক্ষা

গুয়াহাটি : এবারের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষায় একের পর এক কেলেঙ্কারি সংঘটিত হচ্ছে৷ ফাঁস হচ্ছে প্রশ্নপত্র৷ বাতিল হচ্ছে পরীক্ষা৷ পরীক্ষার শেষ পর্যায়ে এসেও বজায় রয়েছে সেই ধারা৷ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস হওয়ায় জন্য বৃহস্পতিবার দায় স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ আর এদিনই ফাঁস হয়েছে মাধ্যমিকের অসমিয়া প্রশ্নপত্র৷ তাই বাতিল করা হয়েছে অসমিয়া বিষয়ের পরীক্ষা৷ মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা নিজেই এনিয়ে টুইক করেছেন৷ লখিমপুরের লোহিত খাবলু হাইস্কুল থেকে ফাঁস হয় প্রশ্নপত্র৷ পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ প্রণব দত্তকে জেরা করে এই তথ্য প্রকাশ্যে আসে৷

এর আগে বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বাতিল করা হয় পরীক্ষা৷ বিজ্ঞান পরীক্ষার তারিখ ধার্য করেছে ৩০ মার্চ৷ এদিকে, রাতেই শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু টুইটে জানান, শুধু অসমিয়া নয়, এদিনের সব MIL বিষয়ের পরীক্ষাই বাতিল করা হয়েছে৷ এই পরীক্ষার তারিখ পরে জানানো হবে৷

Show More

Related Articles

Back to top button