Barak Valley

রক্তিমাভ ক্লাবের কালিপুজোয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ বিধায়কের

করিমগঞ্জ : করিমগঞ্জের ঐতিহ্যবাহী রক্তিমাভ ক্লাবের কালিপুজোয় আসতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন ক্লাবের সভাপতি তথা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ সোমবার মুখ্যমন্ত্রীর হাতে আমন্ত্রণ পত্র তুলে দেন বিধায়ক৷

বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, ২০২২ সালে বিভিন্ন দুর্গাপূজা দেখতে করিমগঞ্জে আসেন মাননীয় মুখ্যমন্ত্রী৷ এরপর কালিপুজোয় মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া করিমগঞ্জে আসেন৷ বরাকের বাঙালির বড় দুই পুজোয় আসেন মুখ্যমন্ত্রী ও কেবিনেট মন্ত্রী৷ এছাড়াও দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন সময়ে পুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য করে আসছেন বলে এদিন মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন বিধায়ক৷ বলেন, এবারের কালিপুজোয় মুখ্যমন্ত্রীকে করিমগঞ্জে বিশেষ করে রক্তিমাভ ক্লাবের পুজো দর্শনে সোমবার আমন্ত্রণ জানিয়েছেন৷

Show More

Related Articles

Back to top button