কাছাড়ে নবনিযুক্ত সরকারি কর্মচারীদের ফিটনেস সার্টিফিকেট ইস্যুতে মেডিকেল বোর্ড গঠন

শিলচর, ২৯ মে : শিলচর এসএমদেব সিভিল হাসপাতালের সুপারের সভাপতিত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ।
নবনিযুক্ত সরকারি নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের মেডিকেল ফিটনেস নিশ্চিত করার জন্য শিলচর সিভিল হাসপাতালের ডাক্তার এবং চক্ষু বিশেষজ্ঞ সহকারীর সমন্বয়ে বোর্ড গঠন করা হয়েছে ।
২৯ মে থেকে ১৫ জুন (ছুটির দিন ব্যতীত) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বোর্ডটি হাসপাতালটির কনফারেন্স হলে নবনিযুক্ত সরকারি নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের মেডিকেল ফিটনেস নিশ্চিত করার জন্য কাজ করবে। যে সকল চিকিত্সক এবং অন্যান্যদের নিয়ে এই বোর্ড গঠিত হয়েছে তারা হলেন সিভিল হাসপাতাল সুপার ডাঃ অলকানন্দ নাথ, ডাঃ ধ্রুব রাজবংশী, ডাঃ মধুমিতা ভট্টাচার্য, ডাঃ জুরি শর্মা, ডঃ শ্রীময়ী সিকিদার, ডাঃ অভিজিত্ বাবু, মৃণাল কান্তি লস্কর সহ সংশ্লিষ্ট মেডিকেল অফিসার এবং প্যারামেডিকরা নির্ধারিত মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে স্বাক্ষর করবেন ।