Barak Valley

করিমগঞ্জের কাঁঠালতলিতে যান দুর্ঘটনায় গুরুতর আহত দুই

বাজারিছড়া : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন কাঁঠালতলিতে সংঘ‌টিত ভয়াবহ এক যান দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হ‌য়ে‌ছেন দুই ব্যক্তি। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে এ খবর লেখা পর্যন্ত আহত‌দের প‌রিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, আজ সোমবার সকাল দশটা নাগাদ ডব্লিউবি ০৬ এ ৪৫৫৫ নম্বরের একটি আই-২০ কার ত্রিপুরার উদ্দেশ্যে যাওয়ার প‌থে কাঁঠালতলির বড়বাড়ি এলাকায় সড়কের পাশে দণ্ডায়মান টিআর ০১ এএস ১৬৮৯ নম্বরের এক ট্রাকে ধাক্কা দি‌লে দুর্ঘটনা‌টি ঘ‌টে। এতে আই-২০ কারের চালক সহ অন্য এক যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চি‌কিত্‍সার জন্য হাসপাতালে প্রেরণ করেন। ইত্যবসরে খবর পে‌য়ে কাঁঠালতলি পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ রিন্টু গগৈ দলবল নি‌য়ে ঘটনাস্থলে পৌছে প্রাথমিক তদন্ত শে‌ষে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে নিজেদের হেফাজতে নিয়ে যান।

Show More

Related Articles

Back to top button