Barak ValleyEntertainment

করিমগঞ্জের জেলা প্রশাসনের উদ্যোগে রাভা দিবস পালন

করিমগঞ্জ : বৃহস্পতিবার রাভা দিবস উদযাপন উপলক্ষে কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার অন্যতম সৃষ্টিগুলোকে রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে৷ সেই অনুসারে এক সুসজ্জিত ট্যাবলো দিয়ে করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার অমর গীতসমূহ প্রচারের ব্যবস্থা করা হয়েছে৷ করিমগঞ্জের জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে সবুজ পতাকা দেখিয়ে প্রচারের শুভ সূচনা করেন জেলাশাসক মৃদুল যাদব৷ উপস্থিত ছিলেন কার্যালয়ের সকল সদস্যরা৷ পাশাপাশি এদিন জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং করিমগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় বিষ্ণু রাভা দিবস উদযাপন করা হয়৷ অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন ও কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করেন অতিরিক্ত জেলাশাসক সহ অন্য বিশিষ্ট অতিথিরা৷ অনুষ্ঠানে রাভা সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক মহাসংগ্রাম প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগী ঋততপা চক্রবর্তী, মনবীণা দাস, দেবারুণ নাথ, শ্রেয়া সিনহা এবং সুপ্রীতি রায়৷

Show More

Related Articles

Back to top button