Barak Valley

ক‌রিমগ‌ঞ্জের বাটইয়ায় বাইক-ডাম্পা‌র সংঘ‌র্ষ, হত যুবক

মুল্লাগঞ্জ বাটইয়ায় ডাম্পারের সঙ্গে বাইকের সংঘর্ষ, চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক চালকের, প্রতিবাদী জনতার সড়ক অবরোধ

নিলামবাজার : ক‌রিমগ‌ঞ্জের বাটইয়া এলাকায় বাইক ও ডাম্পা‌রের মুখোমুখি সংঘ‌র্ষে মৃত্যু হয়েছে জনৈক যুবকের। নিহত যুবককে বছর ২৫-এর নুরুল হাসান বলে শনাক্ত করা হয়েছে। তাঁর বা‌ড়ি বারইগ্রামের পার্শ্বব‌র্তী ইচাম‌তি গ্রা‌মে।

জানা গেছে, আজ বুধবার সকা‌লে দ‌ক্ষিণ ক‌রিমগ‌ঞ্জ বিধানসভা এলাকার বাটইয়ায় অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়‌কে সংঘটিত হয়েছে দুর্ঘটনাটি। এএস ১০ ‌ডি ৮২৫৩ নম্ব‌রের বাইকে করে ক‌রিমগঞ্জ যাচ্ছিলেন নুরুল হাসান। বাটইয়ায় আসার পর বিপ‌রীতগামী টিআর ০১ এটি ১৭৬২ নম্ব‌রের একটি ডাম্পারের সা‌থে সংঘর্ষ হ‌লে বাইক আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান। তখন ডাম্পা‌রের চাকায় পিষ্ট হ‌য়ে ঘটনাস্থ‌লে প্রাণ হারান নুরুল।

ঘটনার পরিপ্রেক্ষিত‌ উত্তেজিত জনতা সড়ক অব‌রোধ ক‌রেন। এদিকে খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থলে ছুটে যায়। উত্তেজিত জনতাকে শান্ত করে মৃত‌দেহ উদ্ধার করে ময়না তদ‌ন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালের ম‌র্গে পাঠিয়ে দেয় পুলিশ।

Show More

Related Articles

Back to top button