Barak Valley

করিমগঞ্জের বেহাল রাস্তার সংস্কারে ২০ কোটি

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা সদরে বেহাল পথঘাট সংস্কারে ২০ কোটি টাকার প্রকল্প মঞ্জুর করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ শুক্রবার অতিরিক্ত আবর্ত ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বয়ং এ কথা বলেন মুখ্যমন্ত্রী৷ আগামী দু-একদিনের মধ্যে কাজের টেন্ডার হবে এবং ৩/৪ মাসের মাথায় নতুনভাবে রাস্তাগুলো সেজে উঠবে বলে জানান হিমন্ত৷ তিনি বলেন, দুর্গোৎসবের আগেই প্রাথমিকভাবে বেহাল সড়ক সংস্কার করা হবে৷

মুখ্যমন্ত্রী আসছেন বলে বৃহস্পতিবার রাত জেগে বেহাল জাতীয় সড়কের উপর বালু-পাথরের প্রলেপ দিয়ে চলাচলের উপযোগী করে তুলে পূর্ত বিভাগ৷ সিংহভাগ পূর্ত সড়ক বাদ দিয়ে শুধু মুখ্যমন্ত্রীর যাতায়াতের পথকে এক রাতেই সাজিয়ে তোলা হয়৷ যদিও করিমগঞ্জ জেলা সদরের বেহাল পথঘাট সম্পর্কে তিন বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার ও কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর কানে তুলেছিলেন৷ ফলে অতিরিক্ত আবর্ত ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ভগ্ন সড়কগুলো দুর্গোৎসবের আগেই প্রাথমিকভাবে সংস্কার করা হবে৷ স্থায়ী সমাধানে ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন বলে জানান তিনি৷ আবর্ত ভবনে বসে তিনি মিশনরঞ্জন দাস সহ বিধায়কদের সঙ্গে আলোচনা করে পূর্ত বিভাগের কর্তাদের সবুজ সংকেত দিয়েছেন৷ ২/১ দিনের মধ্যে কাজের টেন্ডার হবে এবং আগামী ২/৩ মাসের মধ্যে রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷

Show More

Related Articles

Back to top button