Barak Valley

করিমগঞ্জের রেডক্রসে দু’দিনের কর্মশালা সম্পন্ন

করিমগঞ্জ : জুনিয়র ও ইয়ুথ রেডক্রসের প্রতিষ্ঠা সহ বিভিন্ন কর্মপদ্ধতির উপর দু’দিনের কর্মশালা অনুষ্ঠিত হল ভারতীয় রেডক্রস সোসাইটির করিমগঞ্জ জেলা শাখার উদ্যোগে৷ ২ ও ৩ জুন রেডক্রস প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত কর্মশালায় ৪টি কলেজ ও ১০টি স্কুলের ৫৪ ছাত্রছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন৷

কর্মশালা পরিচালনা করেন রেডক্রস সোসাইটির রাজ্য শাখা থেকে আসা দু’জন প্রশিক্ষক ঋতুরাজ কৌশিক ও হেমন্ত শর্মা৷ এতে জুনিয়র ও ইয়ুথ রেডক্রসের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি প্রাথমিক চিকিৎসার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়৷ এঈ কর্মশালায় উপস্থিত হয়ে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিভাগীয় আধিকারিক সিজু দাস৷ তিনি দুর্যোগ মোকাবিলায় ছাত্রছাত্রীদের ভূমিকা সুন্দরভাবে বুঝিয়ে দেন৷

২মে কর্মশালার উদ্বোধন করেন স্কুল ইন্সপেক্টর অনুপ দাস৷ শনিবার কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন রেডক্রস করিমগঞ্জ শাখার সম্পাদক নিখিল রঞ্জন দাস ও উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ এছাড়াও ছিলেন শাখার সহ-সভাপতি অভিজিৎ রায়, গৌরব রায়, সুকান্ত পুরকায়স্থ, নিশিকান্ত ভট্টাচার্য, সজল দত্ত প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button