Barak Valley

করিমগঞ্জের সলগই‌য়ে মারুতি ভ্যান উল্টে গুরুতর জখম চালক

বাজারিছড়া : করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন সলগই‌য়ে মারুতি ভ্যান উল্টে গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক শি‌বেরগুল গ্রা‌মের বাসিন্দা হিরালাল বিন।

ঘটনা আজ বৃহস্প‌তিবার রাত আটটা নাগাদ সলগই হাইস্কু‌লের সম্মুখ‌বর্তী ৮ নম্বর জাতীয় সড়‌কের এক‌টি কালভা‌র্টের উপর সংঘ‌টিত হয়েছে। আহত হিরালাল বিনকে স্থানীয়রা উদ্ধার ক‌রে চি‌কিত্‍সার জন্য মাকুন্দা লেপ্রসি কাম জেনা‌রেল হস‌পিটা‌লে নিয়ে যান।

জানা গে‌ছে, ক‌রিমগঞ্জের সংযুক্তা বেকা‌রির এএস ১০ ‌ডি ৮০২৮ নম্ব‌রের এক‌টি মারুতি ভ্যান লোয়াইর‌পোয়া থে‌কে দুরন্ত গতিতে ক‌রিমগঞ্জ যাচ্ছিল। সে সময় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে গা‌ড়ি‌টি কালভা‌র্টে ধাক্কা দেয়। এতে গুরুতরভাবে আহত হন চালক। ঘটনার পর বাজা‌রিছড়া পু‌লিশ তদ‌ন্তে নে‌মে দুর্ঘটনাগ্রস্ত গা‌ড়ি‌টি‌কে উদ্ধার ক‌রে নি‌জে‌দের জিম্মায় নেয়। এ খবর লেখা পর্যন্ত আহত গাড়ি চাল‌কের চি‌কিত্‍সা চল‌ছে মাকুন্দা হাস‌পাতালে।

Show More

Related Articles

Back to top button