Barak Valley
করিমগঞ্জে আগামী ২৯ ও ৩০ এপ্রিল রঙালি বিহু উৎসব উদযাপন

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ কেন্দ্রীয় রঙালি বিহু সম্মিলনের উদ্যোগে আগামী ২৯ ও ৩০ এপ্রিল ২ দিনব্যাপী রঙালি বিহু উৎসব অনুষ্ঠিত হচ্ছে৷
এই সম্মেলনের সম্পাদক জানিয়েছেন, করিমগঞ্জের শ্রীমন্ত শংকরদেব নামঘরের পৃষ্ঠপোষকতায় আগামী ২৯ এপ্রিল, শনিবার এবং ৩০ এপ্রিল, রবিবার করিমগঞ্জ কলেজের খেলার মাঠে সারাদিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে রঙালি বিহু উৎসব উদযাপন করা হবে৷ অনুষ্ঠানে জেলা ও রাজ্যের বিভিন্ন স্থান থেকে আগত কলা ও সংস্কৃতি জগতের বিশিষ্ট শিল্পীরা উপস্থিত থেকে এতে অংশগ্রহণ করেন৷
২ দিনব্যাপী রঙালি বিহু উৎসবের এই কর্মসূচিতে উপস্থিত থাকতে আয়োজক কমিটির পক্ষে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে৷