Barak ValleyEducationScience & Tech

করিমগঞ্জে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের জেলা ভিত্তিক প্রতিযোগিতা সম্পন্ন

করিমগঞ্জ, ৭ মে : আসাম সরকার দ্বারা পরিচালিত বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধিগৃহীত সংস্থা আসাম সাইন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট কাউন্সিলএর সৌজন্যে ব্লক ভিত্তিক প্রতিযোগিতার পর ড্রিস্টিক লেভেল আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের পরিচালনায় বিজ্ঞান ভিত্তিক তাত্‍ক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা, বিজ্ঞান ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজ্ঞান ভিত্তিক নমুনা তৈরি ও ধারণা মূলক প্রতিযোগিতা সম্পন্ন হল রবিবার।

এদিন করিমগঞ্জ বি এড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক প্রিয়াংকা যমুনা।

উপস্থিত ছিলেন ড. জ্যোয়িতা ভট্টাচার্য প্রিন্সিপাল বি এড কলেজ করিমগঞ্জ, বাহারুল ইসলাম অতিরিক্ত বৈজ্ঞানিক বিজ্ঞান মন্দির হাইলাকান্দি, সুবীর আধিকারি কাছাড় জেলা কোর্ডিনেটার, বিপ্রজিত্‍ দাস করিমগঞ্জ জেলা কোর্ডিনেটার, হরিকেশ দে ব্লক কোর্ডিনেটার পালংঘাট কাছাড়।

ড্রিস্টিক লেভেল আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের পরিচালনায় বিজ্ঞান ভিত্তিক তাত্‍ক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা, বিজ্ঞান ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজ্ঞান ভিত্তিক নমুনা তৈরি ও ধারণা মূলক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন জেলার সাতটি ব্লকের মোট একুশ জন উত্তীৰ্ণ খুঁদে বৈজ্ঞানিক পড়ুয়ারা।

উত্তীর্ণ খুঁদে বৈজ্ঞানিকদের হাতে মানপত্ৰ সহ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সহ বিচারকগণেরা। ড্রিস্টিক লেভেল প্রতিযোগিতা যারা প্রথম ও দ্বিতীয় হয়েছেন তারা আগামী ২৫ ও ২৬ মে রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানান করিমগঞ্জ জেলা কোর্ডিনেটার বিপ্রজিত্‍ দাস।

Show More

Related Articles

Back to top button