Barak Valley

করিমগঞ্জে আসাম রাইফেলসের অভিযানে বাজেয়াপ্ত ৫০ লক্ষ টাকার হেরোইন, গ্রেফতার মহিলা সহ তিন

পাথারকান্দি, ২৭ মার্চ : করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানাধীন আসিমগঞ্জে এক অভিযানে নেমে বড়ো ধরনের সাফল্য পেয়েছে আসাম রাইফেলস-এর বিশেষ বাহিনী। অভিযানে বিপুল পরিমাণের হেরোইন বাজেয়াপ্তের পাশাপাশি মহিলা সহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

গত বেশ কিছুদিন ধরে ব্যাপক হারে নেশা-বিরোধী অভিযান চালিয়েছে ২১ সেক্টর আসাম রাইফেলস-এর রাধানগর ব্যাটালিয়ন। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে জাল নোট, মাদক ট্যাবলেট ইয়াবা সহ কয়েক কোটি টাকার হেরোইন বাজেযাপ্ত করেছে আসাম রাইফেলস-এর এই বাহিনী।

গোয়েন্দা সূত্রে এক খবরের ভিত্তিতে আজ সোমবার বিকেলে পাথারকান্দি পুলিশের সহযোগিতা নিয়ে আসিমগঞ্জ এলাকায় অভিযানে নামে ব্যাটালিয়নের বিশেষ দল। এর পর চারটা নাগাদ হাতখলা গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে ১২৩ গ্রাম গ্রেড ওয়ান হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে মহিলা সহ দুই মাদক কারবারিকে।

আসাম রাইফেলস-এর জনৈক আধিকারিক জানান, গ্রেড ওয়ান হেরোইন সহ আসিমগঞ্জের জনৈক আব্দুল মজিদের পুত্র ইমরান হুসেন, একই এলাকার জনৈক সিয়াব উদ্দিনের স্ত্রী রূপজান বিবি এবং শনবিল কালিবাড়ি এলাকার জনৈক আব্দুল লতিফের পুত্র জাকির হুসেনকে আটক করে আরও তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য পাথারকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে নগদ ১৭ হাজার ৯০০ টাকা।

পাথারকান্দি থানার ওসি ইন্সপেক্টর সমরজিত্‍ বসুমাতারি জানান, নির্দিষ্ট ধারায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে তাদের গ্রেফতার করা হয়েছে। মাদক কারবার সংক্রান্ত ঘটনার তদন্ত শুরু করে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি সমরজিত্‍।

Show More

Related Articles

Back to top button