Barak Valley

করিমগঞ্জে উদ্বোধন হল লোকনৃত্য কর্মশালার, ১৩ জুলাই পাথারকান্দিতে

করিমগঞ্জ : অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে আয়োজিত বিধানসভা কেন্দ্র ভিত্তিক গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ সোমবার উত্তর করিমগঞ্জের লোকনৃত্য কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠান দুপুর ১২টায় স্থানীয় রবীন্দ্রসদন মহিলা কলেজে অনুষ্ঠিত হয়৷ এই প্রশিক্ষণ চলবে ৮-২২ জুলাই পর্যন্ত৷ এতে বিভিন্ন বয়সের পড়ুয়াদের লোকনৃত্য প্রশিক্ষণ দেওয়া হবে৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশন রঞ্জন দাস, প্রিয়াঙ্কা ইউনাম, বিশ্বজিৎ ভট্টাচার্য, পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব, কল্যাণ মহন্ত, অশোক দাস, ড. তনুশ্রী ঘোষ, দেবাশীষ দেব, সুব্রত খাজাঞ্চি প্রমুখ৷

শুরুতে অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়৷ এরপর অতিথিরা একে একে কর্মশালার উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন৷ কর্মশালার ব্যবস্থাপনায় ছিল গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ও উইংস ফর ইউথ এনজিও৷ কর্মশালায় পড়ুয়াদের প্রশিক্ষণ প্রদান করবেন শিক্ষিকা অনিন্দিতা নাগ, সোনালী গোস্বামী ও শিক্ষক সুরজিৎ দেব৷ উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, সপ্তসুর সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা এবং নৃত্য পরিবেশন করেন নৃত্যশ্রী সাংস্কৃতিক সংস্থা ও গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা৷ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সুমিতা দাস, শতাব্দী দত্ত দাস ও বিষ্ণুপদ নাগ৷

Show More

Related Articles

Back to top button