করিমগঞ্জে খেল মহারণ ২০২৩-২৪ এ অনলাইন রেজিস্ট্রেশন করতে আহ্বান

করিমগঞ্জ : করিমগঞ্জেও আগামী ১ নভেম্বর থেকে আসামের মুখ্যমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রকল্প খেল মহারণ ২০২৩-২৪ শুরু হচ্ছে। করিমগঞ্জের ক্রীড়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি জানিয়েছেন যে এতে ১৯ অনূর্ধ্ব ও ১৯ ঊর্ধ পুরুষ এবং মহিলা খেলোয়ারদের অ্যাথলেটিক্স , ফুটবল, ভলিবল, কবাডি ও খো-খো ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এই ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে করিমগঞ্জ জেলার অধিক সংখ্যক খেলোয়ারদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে ওয়েবসাইট https://dsywassam.com/khel যোগে অনলাইন রেজিস্ট্রেশন করতে এডিসি আহ্বান জানিয়েছেন। এতে তিনি জেলার সব চক্র আধিকার, খণ্ড উন্নয়ন আধিকারিক, করিমগঞ্জ, বদরপুর ও রামকৃষ্ণনগর পৌরসভার কার্যবাহী আধিকারিক, সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, বিদ্যালয় সমূহের পরিদর্শক এবং জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিককে লেখা এক পত্রযোগে অধিক সংখ্যক খেলোয়ারদের অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য উত্সাহিত করতে অনুরোধ জানিয়েছেন।