Barak ValleyEntertainment

করিমগঞ্জে কৃতী শিল্পীদের সংবর্ধনা খুশি স্মৃতি সংস্থার

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার কৃতী শিল্পীদের সংবর্ধনা জানাল খুশি স্মৃতি সংস্থা৷ এ উপলক্ষে রবিবার করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনের অরবিন্দ রায় স্মৃতি মঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ রবীন্দ্র সদন মহাবিদ্যালয়ের অধ্যাপিকা ড. তনুশ্রী ঘোষ

তিনি তাঁর বক্তব্যে বলেন, মানুষ জন্মের সময়ই কোন না কোন প্রতিভা নিয়েই জন্মগ্রহণ করে৷ আর পরবর্তীতে অনেক ক্ষেত্রেই পিতা-মাতা বা অভিভাবকরা না বুঝে তাঁদের সেই লুপ্ত প্রতিভাকে অঙ্কুরে বিনষ্ট করে দেন৷ যা কোন ভাবেই কাম্য নয়৷

তিনি বলেন, আজকের দিনে এই ভারত-বাংলা সীমান্ত জেলা করিমগঞ্জে যে অনেক প্রতিভা লুকিয়ে আছে তা হয়তো এ ধরনের অনুষ্ঠানে না আসলে অজানাই থাকত৷

এদিন সকালে রবীন্দ্র প্রতিকৃতির সম্মুখে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অধ্যাপিকা ড. তনুশ্রী ঘোষ৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট যন্ত্রশিল্পী রঞ্জিত দেব ভানু, সঙ্গীত শিল্পী শ্যামা দাস, নৃত্য শিল্পী সোনালী গোস্বামী চক্রবর্তী ও প্রেস ক্লাবের সম্পাদক অরূপ রায়৷ অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় ও সরস্বতী মূর্তি দিয়ে বরণ করেন পার্থ দাস, দেবজ্যোতি দাস, রূপ আচার্য ও সুচিস্মিতা চক্রবর্তী৷

খুশি স্মৃতি সংস্থার পক্ষ থেকে অরূপ রায় তাঁর বক্তব্যে জানান, চলতি বছরের ২৮ মে রাজ্য সরকারের ভাষিক সংখ্যালঘু বোর্ড আয়োজিত জেলাভিত্তিক রবীন্দ্র সংগীত ও নৃত্য প্রতিযোগিতায় করিমগঞ্জের যারা উল্লেখযোগ্য ফল করেছে এবং পরবর্তীতে গুয়াহাটিতে রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় ভাল প্রদর্শন করেছেন, তাঁদের খুশি স্মৃতি সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে৷

এদিকে গত ১ এপ্রিল পাথারকান্দির দোহালিয়া ১৬ নং বিএসএফ ক্যাম্পে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিল্পী শ্রাবণী পাল, সুস্মিতা চক্রবর্তী ও সৌম্যজিত মজুমদার এবং সপ্তসুর সাংস্কৃতিক সংস্থার পক্ষে সুমিতা দাস, সরগম সাংস্কৃতিক সংস্থার পক্ষে কাকলী দেব ভট্টাচার্য ও বিশ্ববীণার সুরজিত দেবের হাতে স্মারক তুলে দেওয়া হয়৷ পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন রূপা আচার্য৷

Show More

Related Articles

Back to top button