Barak ValleyAssamNorth-East

করিমগঞ্জে ঘন ঘন চুরির ঘটনা, ক্ষোভ বাড়ছে শহরবাসীর

করিমগঞ্জ : ফের করিমগঞ্জ শহরে চুরির ঘটনা সংগঠিত হয়েছে। একই এলাকায় দু-দুটি বাড়িতে একই রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে শহরে। প্রশ্ন উঠছে করিমগঞ্জের সদর পুলিশের ভূমিকা নিয়ে।

সোমবার রাতে সুভাষনগরের দুটি বাড়িতে কার্যত তাণ্ডব চালিয়েছে নিশিকুটুম্বরের দল। একই রাতে এলাকায় চুরির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে সুভাষনগর এলাকায়। প্রতিদিন ছোট-বড় চুরির ঘটনা সংগঠিত হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন করিমগঞ্জের নবাগত পুলিশ সুপার।

জানা গেছে, প্রথমে সুভাষনগরের বাসিন্দা হরি দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এর পর প্রতিবেশী সুস্মিতা দাসের বাড়িতে একই রকম চুরি। পিছনের দরজা ভেঙে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড করে দুষ্কৃতীরা। দুই বাড়ি থেকে নগদ তিন লক্ষ কুড়ি হাজার টাকা, প্রায় দু-ভরি স্বর্ণালঙ্কার, ল্যাপটপ হাতিয়ে নিয়েছে চোরের দল।

সুস্মিতা দাস জানান, চুরির ঘটনার কিছু অংশ রেকর্ড হয়েছে বাড়িতে সংস্থাপিত সিসিটিভি ক্যামেরায়। তিনি জানান, ক্যামেরার ফুটেজ থেকে ধারণা হচ্ছে, আনুমানিক তিনটা নাগাদ চুরিকাণ্ড সংগঠিত করেছে চার-পাঁচ জনের এক দল। বলেন, এ বিষয়ে সদর থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন তিনি।

ঘটনার খবর পেয়ে সকালে সুভাষনগরে ছুটে যান পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই দুটি বাড়িতে গিয়ে চুরির ঘটনা খতিয়ে দেখছে করিমগঞ্জ সদর থানা। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে পুলিশের একটি বিশেষ দল।

তবে করিমগঞ্জ সদর থানা থেকে পাঁচশো মিটারের মধ্যে বার বার চুরির ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে পুলিশের নজরদারি নিয়ে।


Show More

Related Articles

Back to top button