করিমগঞ্জে পৌর এলাকার নালা নর্দমার কাজ পরিদর্শন ডিসির

করিমগঞ্জ : শুক্রবার সকালে ব্রজেন্দ্র রোড, টিলাবাজার সহ বিভিন্ন এলাকার মাস্টার ড্রেনেজ পরিষ্কার করার কাজ পরিদর্শন করেন জেলাশাসক মৃদুল যাদব৷ বর্ষার মরশুম আসার আগে কাজ সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন তিনি৷ মাস্টার ড্রেনেজ ছাড়াও চাঁদশ্রী কোনায় শহরের আবর্জনা ফেলার জন্য সড়ক নির্মাণের কাজ এবং শিলচর রোডে পাবলিক টয়লেট নির্মাণের কাজ পরিদর্শন করেন জেলাশাসক৷ তখন তার সঙ্গে ছিলেন পৌরসভার আধিকারিক বিক্রম চাষা ও উপ-পৌরপতি সুখেন্দু দাস৷
বিক্রম চাষা বলেছেন, সংস্কারের কাজ চলছে৷ শেষ হতে আরও কয়েকদিন সময় লাগবে৷ উপ-পৌরপতি সুখেন্দু দাস বলেছেন, প্রায় ৩০ জন শ্রমিক গত এক মাসের বেশি সময় থেকে কাজ করছে৷ শেষ হতে আরও দেড় মাস সময় লাগবে৷ শহরবাসীকে জমা জল থেকে মুক্তি দিতে চেষ্টা চালানো হচ্ছে৷ কয়েকদিনে যে বৃষ্টি হয়েছে, তখন রাস্তায় জল তেমন একটা জমেনি৷ তবে কিছু জায়গায় কালভার্টের সমান PHE-র পাইপ যাওয়ায় জল সঠিকভাবে কাটতে পারছে না৷ এ বছর শহরে জমা জল থাকবে না বলে আশা প্রকাশ করেন সুখেন্দু৷ তবে তার এই দাবির সঙ্গে কতটা মিল থাকবে, সেটা বোঝা যাবে ভারী বৃষ্টিপাত হবার পর৷