Barak ValleyEntertainment
করিমগঞ্জে বঙ্গসাহিত্যের একাদশ শহিদ স্মারণ নানা অনুষ্ঠান

করিমগঞ্জ, ১৭ মে : প্রতি বছরের ন্যায় এবারও ১৯মে মহান শহিদ দিবস পালন করতে যাচ্ছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, করিমগঞ্জ শহর আঞ্চলিক সমিতি । এদিন শম্ভু সাগর উদ্যানে অবস্থিত জাতীয় শহিদ স্মারকে সকাল ৮টায় পুষ্পস্তবক অর্পন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
পরে ৯-৩০মিঃ থেকে বিভিন্ন বিদ্যায়তন,সঙ্গীত বিদ্যালয় এবং সাংস্কৃতিক সংস্থাগুলির দ্বারা পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় শহিদ স্মারকে প্রদ্বীপ প্রজ্জ্বোলন করে শহিদেরকে শ্রদ্ধা জানানো হবে।
এদিনের অনুষ্ঠানে সর্বস্তরের জনসাধারণ উপস্থিত থেকে সম্মিলিতভাবে শহিদ স্মারকে পুষ্পৰ্ঘ্য অর্পন করতে এবং অনুষ্ঠান গুলিকে সফল করতে, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে সভাপতি সৌমিত্র পাল সম্পাদক নীলজ কান্তি দাস আবেদন রাখেন ।