Barak Valley
করিমগঞ্জে বজরং দলের বিক্ষোভ

করিমগঞ্জ ও নিলামবাজার প্রতিবেদন : কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এলে ওই রাজ্যে বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে৷ কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে এ ধরনের ঘোষণায় বেজায় চটেছে বজরং দল৷ ওই ইস্তাহারের বিরুদ্ধে করিমগঞ্জ জেলা কংগ্রেস ভবনের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করলেন বজরংগীরা৷ রাতে কংগ্রেস ভবনের সামনে দাঁড়িয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়৷
বিশ্বজিৎ বণিক বলেন, কংগ্রেস PFI-র মতো সংগঠনের সঙ্গে বজরংগীদের তুলনা করেছে৷ যা খুবই নিন্দনীয়৷ রামজন্মভূমি থেকে শুরু করে দেশের মানুষের সেবায় বজরং দল আত্মত্যাগ করতে পিছপা হয়নি৷ কংগ্রেস এমন সংগঠনকে নিষিদ্ধ করার কথা বলেছে৷ সর্বভারতীয় কংগ্রেস সভাপতি এজন্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে বজরংগীরা দেশের সবক’টি কংগ্রেস ভবনকে অচল করে দেওয়ার হুমকি দেন তিনি৷