Updates
করিমগঞ্জের পোয়ামারা-কালিগঞ্জ সড়কে সাময়িক যান চলাচল বন্ধ

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা সদর সংলগ্ন পোয়ামারা-কালিগঞ্জ সড়কের পোয়ামারা জাতীয় সড়কের পয়েন্ট থেকে করিমগঞ্জ বাইপাস পর্যন্ত অংশে সাময়িকভাবে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে।
উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ এবং বদরপুর টেরিটরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, পিএমজিএসওয়াই প্যাকেজের অধীনে ওই সড়কে চলমান নির্মাণ কাজের জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। ওই সড়কে চলাচলকারীদের করিমগঞ্জ বাইপাস থেকে কালিগঞ্জ বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।