করিমগঞ্জে বিষ্ণু রাভা দিবস উপলক্ষে সঙ্গীত সহ সুসজ্জিত ট্যাবলো সূচনা করলেন জেলাশাসক

জনসংযোগ, করিমগঞ্জ, ১৯ জুন : অসমীয়া লোক সাহিত্যের দিকপাল কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার জীবন আদর্শকে জনপ্রিয় করে তুলতে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন কার্যসূচী হাতে নেওয়া হয়েছে। এই উপলক্ষে করিমগঞ্জে ১৯ জুন, সোমবার ও ২০ জুন, মঙ্গলবার দুই দিন ব্যাপী বিভিন্ন কার্যসূচী অনুষ্ঠিত হচ্ছে। এই দিবস পালনের সঙ্গে সঙ্গতি রেখে বিষ্ণু রাভার জীবন আদর্শকে জনগণের মধ্যে প্রচার করতে সোমবার করিমগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রাভা সংগীত সহযোগে এক সুসজ্জিত ট্যাবলোর যাত্রা জেলাশাসক কার্যালয় থেকে পতাকা নেড়ে সূচনা করেন জেলাশাসক মৃদুল যাদব। এই ট্যাবলোর মাধ্যমে সোম ও মঙ্গলবার জেলার বিভিন্ন স্থানে প্রচার চালানো হচ্ছে। এই ট্যাবলো সূচনা করে জেলাশাসক জানান, জেলার বিদ্যালয় গুলিতে বিষ্ণু রাভার জীবন আদর্শ সম্পর্কে ছাত্রদের অনুপ্রাণিত করতে বিদ্যালয়গুলির প্রাতঃকালীন সভায় রাভা সঙ্গীত বাজিয়ে পড়ুয়াদের উদ্বুদ্ধ করা হবে। এছাড়া এই উপলক্ষে বিষ্ণু রাভার জীবন আদর্শকে প্রচার করতে জেলার চা বাগান এলাকায় মোবাইল ভ্যানের মাধ্যমে এবং এফএলএস যোগেও সঙ্গীত প্রচার করা হচ্ছে।