Barak Valley

করিমগঞ্জে মুখ্যমন্ত্রীর কুশপুত্তুলিকা নিয়ে পুলিশ-যুব কংগ্রেসের টানা হ্যাঁচড়া

করিমগঞ্জ : ডিলিমিটেশন ইস্যুতে বরাকে প্রথম কুশপুতুল পুড়ল মুখ্যমন্ত্রীর৷ কুশপুতুল নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে টানাহ্যাঁচড়া হয় পুলিশের৷ কিছুটা পোড়ার পর অবশ্য পুলিশ আন্দোলনকারীদের হাত থেকে কেড়ে নেয় এটি৷ ডিলিমিটেশনের মাধ্যমে বরাকে জনপ্রতিনিধির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে৷ মূলত এই অভিযোগ এনে আন্দোলনে নামে করিমগঞ্জ যুব কংগ্রেস ও NSUI.

ইন্দিরা ভবনের নিচে কুশপুতুল পোড়াতে গেলে পুলিশ তাতে আপত্তি জানায়৷ পরে কুশপুতুল নিয়ে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে টানা হ্যাঁচড়া আরম্ভ হয়৷ কুশপুতুলে আগুন ধরালেও পরে এটি পুলিশ কেড়ে নিয়ে যায়৷

Show More

Related Articles

Back to top button