করিমগঞ্জে যুবমোর্চার সম্মেলন কাল

করিমগঞ্জ : করিমগঞ্জ সফরে বুধবার আসছেন ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি রাকেশ দাস এবং যুব মোর্চার সর্বভারতীয় সহ সভানেত্রী নেহা যোশী৷ এদিন সকালে করিমগঞ্জ পৌঁছে তারা ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করবেন৷ এরপর বিজেপির সদস্যতা অভিযান সহ মোর্চার সাংগঠনিক বিষয়ে এক সভায় মিলিত হবেন৷ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে দুপুর ১২টার সময় সদস্যতা অভিযান উপলক্ষে যুব সম্মেলনে তারা বক্তব্য রাখবেন৷ কার্যকর্তাদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন সেরে বিকেলে করিমগঞ্জ শহরের কয়েকটি জিমে বিজেপির সদস্যতা অভিযানে যাবেন তারা৷ সন্ধ্যায় করিমগঞ্জ জেলা বিজেপির কার্যালয়ে করিমগঞ্জের যুব প্রভাবশালীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন৷ এরপর কথা বলবেন সাংবাদিকদের সঙ্গে৷ পরবর্তীতে যুব মোর্চার পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন৷ করিমগঞ্জে রাত কাটিয়ে পরদিন হাইলাকান্দি চলে যাবেন৷
জেলা গ্রন্থাগারে কার্যকর্তাদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন যুব মোর্চার জেলা সম্পাদক দেবাংশু গুপ্ত সহ সভাপতি ও অন্যরা৷ উপস্থিত থাকবেন দলীয় সভাপতি সুব্রত ভট্টাচার্য, দুই সাংসদ মিশন রঞ্জন দাস ও কৃপানাথ মালাহ, দুই বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকার, মোর্চার জেলা সভাপতি বীরেন দাস সহ অন্যরা৷