করিমগঞ্জে লায়ন্স ক্লাব ও লিও ক্লাব-এর বস্ত্র বিতরণ

করিমগঞ্জ : লায়ন্স ক্লাব অব করিমগঞ্জ এবং লিও ক্লাব অব করিমগঞ্জ ইউথ-এর উদ্যোগে করিমগঞ্জে বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার শিলচর রোডে এক অনুষ্ঠানে বিনামূল্যে দুস্থদের মধ্যে ২৬৭টি শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সার্ভিস চেয়ারপার্সন জগদীশচন্দ্র বণিক বলেন, দুস্থরা যাতে পুজোর সময় নতুন কাপড় পরতে পারেন, সে জন্যই লায়েন্স ক্লাবের এই উদ্যোগ। সভাপতি গৌতম দেবরায় বলেন, সীমিত ক্ষমতার মধ্যে তাঁরা উপস্থিত সবাইকে খুশি করার চেষ্টা করেছেন।
রবিবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্ট চেয়ারপার্সন পঞ্চাতপা দে বণিক, সন্তোষ কুমার জৈন, রঞ্জন চৌধুরী, সজল দাস, বিনোদ গং, জিতেন দে, অশোক দেব, বিশ্বনাথ দেব, অজিত সরকার, অমিতাভ এন্দো, নুপুর বণিক, রুপালি দেব, অদিতি দাস, শিল্পী সরকার, সুচিত্রা ভট্টাচার্য দেব এবং লিও ক্লাবের শ্রীনাথ বণিক, বিশ্বরূপ দেব, রিদ্ধি রায়, সোহন বিশ্বাস, প্রান্ত চৌধুরী প্রমুখ।