Barak Valley

করিমগঞ্জে শীঘ্রই স্মার্ট প্রিপেড মিটার লাগানো হচ্ছে : উপভোক্তাদেরকে সহযোগিতা করতে আহ্বান এপিডিসিএল কর্তৃপক্ষের

জনসংযোগ, করিমগঞ্জ, ২ মে : কেন্দ্র সরকারের শক্তি মন্ত্রণালয়ের ২০২১ সালের ১৭ আগস্ট তারিখে জারি করা গেজেট নোটিফিকেশন অনুসারে, প্রত্যেক জন উপভোক্তাদের প্রিপেইড স্মার্ট মিটারের মাধ্যমে বিদ্যুত্‍ সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুসারে রাজ্য সরকারের অনুমোদনে এপিডিসিএল কর্তৃপক্ষ শহর এলাকায় স্মার্ট মিটার বসানোর প্রকল্প শুরু করেছে বলে করিমগঞ্জ ইলেক্ট্রিক্যাল সাব ডিভিশনের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার জানিয়েছেন।

তাই এই প্রকল্পের অধীনে বর্তমানে উপভোক্তাদের প্রিপেইড ও পোস্টপেইড উভয় মিটারকে বদলি করে স্মার্ট প্রিপেইড মিটার বসানো হবে। এতে সম্পূর্ণ বিনামূল্যে এপিডিসিএল এর পক্ষ থেকে অনুমোদিত প্রতিনিধি মেসার্স ইন্টেলি স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড, নতুন দিল্লি এবং তাদের সহকারি ঠিকাদাররা এই মিটার বদলি করার কাজ করবে। এতে আরও জানানো হয়েছে, পুরনো স্টেটিক মিটারের তুলনায় স্মার্ট মিটারে কিছু সুবিধা রয়েছে। স্মার্ট মিটারের মাধ্যমে উপভোক্তারা বিদ্যুত্‍ খরচের নজরদারি, পাওয়ারের গুণগতমান সহ স্মার্ট বিজুলি মোবাইল অ্যাপে প্রিপেড ব্যালেন্স দেখতে পারবেন। পাশাপাশি লো ব্যালেন্স এসএমএস সতর্কীকরণও পাওয়া যাবে।

এতে উপভোক্তারা নিজের সুবিধা অনুসারে স্মার্ট মিটার অগ্রিম রিচার্জ করতে পারবেন। যাতে মাসিক বিল জমা দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। স্মার্ট মিটারে কোন অতিরিক্ত চার্জ নেওয়া হবে না। চলতে থাকা বিদ্যুত্‍ মূল্যের হার ওই ক্ষেত্রেও সমান থাকবে। স্মার্ট প্রিপেইড মিটার সংশ্লিষ্ট এপিডিসিএল সাব ডিভিশন ক্যাশ কাউন্টারে বা www.apdcl.org অথবা MyBijuli মোবাইল অ্যাপের মাধ্যমে রিচার্জ করা যাবে। সফলভাবে রিচার্জ হওয়ার পর মিটার স্বয়ংক্রিয়ভাবে সংযোগ হয়ে যাবে।

তাই জনগণকে নিজ গৃহ ও প্রাঙ্গনে স্মার্ট মিটার লাগানোর জন্য সহযোগিতা করতে এপিডিসিএল এর করিমগঞ্জ ইলেকট্রিক্যাল সাবডিভিশনের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার অনুরোধ জানিয়েছেন। অধিক জানার জন্য ১৯১২ বা স্থানীয় সাব ডিভিশনের এর যোগাযোগের নম্বরে ফোন করতে অথবা মেইল আইডি support@apdcl.org তে যোগাযোগ করতে বলা হয়েছে। উল্লেখ্য, উপভোক্তাদের সতর্কতার জন্য মিটার বদলি করতে আসা ব্যক্তিদের এপিডিসিএল কর্তৃপক্ষ থেকে প্রদান করা আইডেন্টিটি কার্ড চেক করতে বলা হয়েছে। মিটার বদলানোর জন্য যদি কোন ধরনের অর্থ চাওয়া হয়, তবে তত্‍ক্ষণাত্‍ সংশ্লিষ্ট বিদ্যুত্‍ সাব ডিভিশন কার্যালয়ে জানাতেও সতর্ক করে দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Back to top button