Barak Valley
করিমগঞ্জে স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ ধরা পড়ল চোর

করিমগঞ্জ : গৃহকর্তার অবর্তমানে চুরি করে আরেক বাড়ির উপর দিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল এক চোর৷ তার কাছ থেকে উদ্ধার হয়েছে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা৷ ধৃত চোর টাউন কালীবাড়ি রোডের বাসিন্দা বিশাল রায়৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টা নাগাদ স্টিমারাঘাট রোডের রীতা দাস সাহার বাড়িতে৷
জানা গেছে, কোনও কাজে স্বামীর সঙ্গে বাড়ির বাইরে ছিলেন রীতা৷ এর সুযোগ নেয় বিশাল৷ দরজার তালা ভেঙে রীতার ঘরে প্রবেশ করে স্বর্ণলঙ্কার সহ নগদ ১২ হাজার টাকা হাতিয়ে নেয়৷
এরপর এগুলো নিয়ে পাশের বাড়ির গুপ্তা পিজি-র দেওয়াল টপকে চম্পট দিতে গিয়ে ওই বাড়ির সদস্যদের হাতে ধরা পড়ে যায় সে৷ স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা উদ্ধার করে তাকে পুলিশে সমঝে দেন এলাকাবাসী৷