Barak Valley
করিমগঞ্জে হনুমান পূজা ৬ই

করিমগঞ্জ : করিমগঞ্জ বজরং দলের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও হনুমান পূজার আয়োজন করা হয়েছে৷ শহরের ব্রজেন্দ্র রোডের শ্রী সঙ্কট মোচন মন্দিরে ৬ এপ্রিল হনুমান পূজা অনুষ্ঠিত হবে৷
এদিকে এর আগের দিন অর্থাৎ ৫ এপ্রিল এক রেলির আয়োজন করা হয়েছে৷ এতে প্রায় এক হাজার মানুষের সমাবেশ হবে বলে অনুমান করছেন দলের কর্মকর্তারা৷ পুজোর দিন শহরের মানুষের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে৷ সব ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি কামনা করেছেন সংগঠনের কর্মকর্তারা৷