Barak Valley

রাস্তা সংস্কারের জন্য বিঘ্নিত পানীয় জল সরবরাহ, জনজীবন দুর্বিষহ করিমগঞ্জে

বিভাগীয় কর্মীদের কাজে ক্ষুব্ধ নীলমণি রোডের বাসিন্দারা

করিমগঞ্জ : প্রথমে ভগ্ন পথের জন্য দুর্ভোগ পোহাতে হয়েছে৷ এবার পথ সংস্কারের নামে পানীয় জল সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিপাকে পড়েছেন করিমগঞ্জ শহরের নীলমণি রোডের বাসিন্দারা৷ ড্রেন তৈরীর কাজে নিযুক্ত কর্মীদের গাফিলতিতে এলাকার পানীয় জল সরবরাহের পুরনো লাইনগুলো ভেঙে দেওয়ায় প্রায় ১ মাস ধরে জলের জন্য হাহাকার করছেন স্থানীয়রা৷ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার থেকে জনস্বাস্থ্য বিভাগের কর্মীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন নীলমণি রোডের বাসিন্দারা৷

কাজ শুরুর সঙ্গে ড্রেন তৈরীর জন্য এক্সকেভেটর লাগিয়ে মাটি সরাতে গিয়ে এলাকার পানীয় জলের পুরনো লাইনগুলো গুঁড়িয়ে দেওয়া হয়৷ নতুনভাবে পাইপ বসিয়ে জলের লাইন চালুর কাজ শুরু হলেও প্রায় ১ মাস থেকে নীলমণি রোডের বাসিন্দারা পানীয় জল থেকে বঞ্চিত৷

স্থানীয় বাসিন্দা কমলেশ ভট্টাচার্য বলেন, একদিকে গরমে নাজোহাল অবস্থা, অন্যদিকে জল সরবরাহ বিঘ্নিত হওয়ায় জীবন দুর্বিষহ হয়ে পড়েছে৷ শুধু পানীয় জল নয়, স্নান কিংবা রান্নার জলের জন্যও সবাই বিপাকে পড়েছেন৷ জলের বিকল্প ব্যবস্থা না করে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কাজ শুরু করে দেওয়ায় ক্ষোভ ব্যক্ত করেছেন কমলেশ ভট্টাচার্য৷

Show More

Related Articles

Back to top button