Barak Valley

করিমগঞ্জে ২২ ও ২৩ জুলাই বাগেশ্রীর সাংস্কৃতিক প্রতিযোগিতা

করিমগঞ্জ : করিমগঞ্জে দীর্ঘদিন থেকে সুনামের সঙ্গে সাংস্কৃতিক জগতে বিশেষ ছাপ রেখে চলেছে স্বনামধন্য সাংস্কৃতিক সংস্থা বাগেশ্রী । এবারে দশ বছর পর ফের করিমগঞ্জের সংস্কৃতি প্রেমী মানুষদের সঙ্গে নিয়ে সংস্থা আয়োজন করছে হয়েছে আবার ফিরে দেখা ।

বুধবার করিমগঞ্জে এক সাংবাদিক সম্মেলনে আয়োজকদের পক্ষে মৌঝুরি বিশ্বাস, ময়ূরাক্ষী বিশ্বাস প্রমুখ জানান, ২২ ও ২৩ জুলাই বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

যার মধ্যে রয়েছে নাচ, গান, কবিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি । কচিকাঁচাদের নিয়ে যেমন খুশি সাজো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এই প্রতিযোগিতা স্থানীয় বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে অনুষ্ঠিত হবে । পরবর্তী তে ৫ আগস্ট একই স্থানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার বিতরন করা হবে । এদিনের সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন স্বাদের অনুষ্ঠান পরিবেশিত হবে ।

স্থানীয় শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত অনেক শিল্পীরা এদিন অনুষ্ঠান পরিবেশন করবেন । তারা জানান, বাগেশ্রী সংস্থা বিগত দিনে করিমগঞ্জ সহ বরাক উপত্যকার সাংস্কৃতিক আঙ্গিনায় দীর্ঘদিন ধরে কাজ করছে । কিছুদিন বিভিন্ন কারণে অনুষ্ঠান করা সম্ভব হয়ে উঠেনি । ২০১৩ সালের পর এবার এই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । করিমগঞ্জ সহ বরাক উপত্যকার সব সংস্কৃতি প্রেমী মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা ।

Show More

Related Articles

Back to top button