Barak Valley

করিমগঞ্জ কলেজে নবাগত ছাত্রকে রেগিং ছাত্রনেতার!

করিমগঞ্জ : রেগিং কাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে করিমগঞ্জ কলেজ৷ আর এই রেগিঙের অভিযোগ উঠল NSUI-র নির্বাচিত ছাত্র সংসদের বিরুদ্ধে৷ এই রেগিং কাণ্ড কলেজের প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল৷ বিষয়টি কলেজের Discipline Committee-র কাছে লিখিত ভাবে জানিয়েছে রেগিঙের শিকার এক ছাত্র৷

অভিযোগ অনুযায়ী জানা গেছে, কলেজ ভর্তি ছাত্রের সম্মুখে ছাত্র সংসদের দুই নেতার হাতে নিগৃহীত হয়েছে স্নাতক প্রথম বর্ষের নবাগত ছাত্র৷ কলেজের ছাত্র সংসদের Cultural Secretary রোহিত দাস ও Social Service Secretary সুব্রত দেবের বিরুদ্ধে রেগিঙের অভিযোগ উত্থাপন করেছেন পৃথ্বীরাজ নাথ নামের এক ছাত্র৷

পৃথ্বীরাজ নাথ অভিযোগ করে জানান, কলেজে তার মোবাইলে একটি ফোন আসার সঙ্গে সঙ্গে মোবাইলের আলো জ্বলে উঠে৷ তখন ২ ছাত্র নেতা সেখানে উপস্থিত ছিলেন৷ তারা মোবাইলের আলো দেখে ভাবেন তাদের ফটো উঠানো হয়েছে৷ এ নিয়েই সৃষ্টি হয় ঝামেলা৷ ফটো উঠানোর মিথ্যা অভিযোগে কলেজ ভর্তি পড়ুয়ার সামনে নাকি তাকে শারীরিক নিগ্রহ করে অধ্যক্ষের কাছে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু অধ্যক্ষ নাকি এতে কোন আমল দেননি বলে নিগৃহীত ছাত্রের অভিযোগ৷

একই ভাবে শুভজিৎ পুরকায়স্থ নামে আরেক ছাত্রের সঙ্গেও এ ধরনের ঘটনা সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে৷ রেগিং আতঙ্কে কলেজের Discipline Committee-র কাছে তদন্তক্রমে সুবিচার চেয়েছেন ভুক্তভোগী ছাত্র পৃথ্বীরাজ৷

Show More

Related Articles

Back to top button