North-East

আবারও অশান্ত মণিপুর, ৮ জেলায় কার্ফু জারি করল প্রশাসন, ইন্টারনেটও বন্ধ

ইম্ফল, ৪ মে : নতুন করে ফের উত্তপ্ত হয়েছে উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। পরিস্থিতি সামলাতে সেনা নামিয়েছে রাজ্য প্রশাসন। রাজ্যের ৮ জেলায় কার্ফু জারি করা হয়েছে। রাজ্যের স্পর্শকাতর জায়গাগুলিতে ৫ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মণিপুরের আটটি জেলায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।এই জেলাগুলি হল-বিষ্ণুপুর, ফেরজাওল, জিরিবাম, পশ্চিম ইম্ফল, থউবাল, টেংনোপাল, কাকচিং এবং কাংপোকপিয়। সংশ্লিষ্ট জেলাগুলিতে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।

মণিপুর প্রশাসন সূত্রে খবর, বুধবার রাতের দিকে নতুন করে উত্তেজনা ছড়ায় রাজধানী ইম্ফল, চূড়াচাঁদপুর এবং কাংপোকপিতে। পরিস্থিতি মোকাবিলায় এবং হিংসার ঘটনা রুখতে রাতেই পথে নামানো হয় আধা সেনা এবং অসম রাইফেলসের আধিকারিকদের। সরকারি ভবনগুলিকে লক্ষ্য করে আক্রমণ শুরু হওয়ার পরেই প্রায় ৪ হাজার মানুষকে উদ্ধার করে সেনা শিবিরে আনা হয়েছে।

উল্লেখ্য, মণিপুর সরকারের বিরুদ্ধে রাজ্যের বনাঞ্চল এবং জলাভূমির উপর জনজাতি মানুষদের অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে আন্দোলন চলছিলই। রাজ্য প্রশাসনের অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংহতি মিছিলের ডাক দিয়েছিল রাজ্যের জনজাতি ছাত্র ইউনিয়ন (এটিএসইউএম)। সম্প্রতি সে রাজ্যের মেইতেই সম্প্রদায় তাদের তফসিলি উপজাতিভুক্ত করার দাবি তুলেছে। কিন্তু রাজ্যের তফশিলি সম্প্রদায়গুলি একযোগে তার বিরোধিতা করছে। সম্প্রতি মণিপুর হাইকোর্ট মেইতেইদের এই দাবিটি বিবেচনা করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। তারপরই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন এলাকায়।

Show More

Related Articles

Back to top button