Barak Valley
করিমগঞ্জ জেলার দাসগ্রাম নয়াবাজার সড়কে যান চলাচল বন্ধ

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার দাসগ্রাম নয়াবাজার সড়কের ৪৮ নম্বর করই সুন্দরী এল পি স্কুলের পাশে সড়কের ভূমি ক্ষয়ের জন্য ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। এতে করিমগঞ্জ নর্থ করিমগঞ্জ সাউথ ও বদরপুর টেরিটোরিয়াল রোড ডিভিসনের নির্বাহী বাস্তুকার জানিয়েছেন, ওই সড়কের ভূমি ক্ষয়ের জন্য জনগণের সুরক্ষার খাতিরে তাত্ক্ষণিকভাবে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে। জনগণের এই সাময়িক অসুবিধার জন্য বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।