Barak Valley
করিমগঞ্জ জেলার বি বি রোড থেকে হাসানপুর রাঙ্গাপাড়া রোডে যান চলাচল বন্ধ

জনসংযোগ, করিমগঞ্জ, ১৯ সেপ্টেম্বর : করিমগঞ্জ জেলার বি বি রোড থেকে হাসানপুর রাঙ্গাপাড়া রোডের শূন্য মিটার থেকে ৮০০ মিটার অংশে সড়কের উন্নয়নমূলক কাজের জন্য ওই সড়কে ১০ দিনের জন্য সব ধরণের যান চলাচল বন্ধ থাকবে বলে পূর্ত বিভাগের উত্তর করিমগঞ্জ টেরিটোয়াল রোড ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন। এতে ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর এই নিষেধাজ্ঞা বহাল থাকছে। ওই সময়সীমায় জনগণকে মালুয়া শ্রীগৌরী সড়ক ভায়া হাসানপুর রাঙ্গাপাড়া বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।