সুতারকান্দি ক্লাবের ফুটবল টুর্নামেন্টে জয়ী লাফাশাইল ইয়ং স্টার ক্লাব

আমির হোসেন, করিমগঞ্জ : সুতারকান্দি ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়ী হয় লাফাশাইল ইয়ং স্টার ক্লাব। শনিবার বিকালে সুতারকান্দি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় এই ফাইনাল খেলা। অতিথি ও খেলোয়াড়দের মধ্যে পরিচয়পর্ব সারার পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে খেলার শুভারম্ভ করা হয়। মাঠে নামে লাফাশাইল ইয়ং স্টার ক্লাব ও সেদরিকোনা ভাই ভাই ক্লাব। উভয় দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয় লাফাশাইল ইয়ং স্টার ক্লাব। এদিন সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেনের পৌরহিত্যে। শুরুতে অতিথি বরণ করে নেন আয়োজক ক্লাবের কর্মকর্তারা। খেলোয়াড়দের প্রতি উৎসাহমূলক বক্তব্য রাখার পর জয়ী লাফাশাইল ইয়ং স্টার ক্লাব কর্তৃপক্ষের হাতে বিশেষ ট্রফি সহ নগদ ১৬ হাজার টাকা ও সেদরিকোনা ভাই ভাই ক্লাব কর্তৃপক্ষের হাতে ট্রফি সহ নগদ ৮ হাজার টাকা তুলে দেন আসাম পরিবহন নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, এইচ এম আমির হোসেন, জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি বজলুল হক চৌধুরী আছান, সুতারকান্দি ক্লাবের সম্পাদক সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী বাপন নম:শূদ্র, ফয়জুর রহমান চৌধুরী, ইমদাদুর রহমান চৌধুরী, জন্নতুল হক চৌধুরী, ফয়েজ আহমেদ চৌধুরী, আনোয়ার হোসেন চৌধুরী, মোরাদ আহমেদ চৌধুরী, আব্দুল ওহাব চৌধুরী, সমসুল হক চৌধুরী, ময়নুল হক চৌধুরী প্রমুখ।