করিমগঞ্জ প্রেসবেটিয়ান চার্চে সর্বধর্ম সমন্বয় সভার শুভেচ্ছা বিনিময়

করিমগঞ্জ : যীশুখ্রিস্টের জন্মদিন অর্থাৎ বড়দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে খ্রিস্টান ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কর্মকর্তারা৷ সোমবার করিমগঞ্জ প্রেসবেটিয়ান চার্চে বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, অশোক বিজয় দাস সহ বিশিষ্টজনেরা৷
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য সংস্থান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হুসেন৷ মিশন রঞ্জন দাস বলেন, সব ধর্মের মত আলাদা হতে পারে, কিন্তু পথ একই৷ সব ধর্মই শান্তি ও আদর্শের কথা বলেন৷ অশোক বিজয় দাস বলেন, সর্বধর্ম সমন্বয় সভার শুভেচ্ছা বিনিময়ের এই প্রয়াস অত্যন্ত সময়োপযোগী৷
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চার্চের এল্ডার নিমাই দে, আইনজীবী আব্দুল হাসানত চৌধুরী, পরিবেশবিদ শ্যামল প্রসাদ চৌধুরী, সমাজকর্মী দীপঙ্কর ঘোষ, শিক্ষিকা জয়ন্তী নাথ, রঞ্জিত কুমার দেব, ইমদাদুল হক চৌধুরী প্রমুখ৷ উপস্থিত ছিলেন শিক্ষক সিদ্ধার্থ দাস, বিলাল আহমেদ চৌধুরী, চার্চের সম্পাদক এস এস পাত্র, এল্ডার শান্তিময় দাস, এল্ডার শান্তিময় দাস, পাস্টর স্ট্যানলি গোয়ালা, পঙ্কজ সিনহা, জওহুরননেসা খান, সত্যপ্রিয় দেব, সন্দীফ দত্ত, রুমা বেগম, রোলাল্ডস স্কুলের অধ্যক্ষ সহ অন্যরা৷