Barak Valley

করিমগঞ্জ ‘ফ্রেন্ডস অফ আর্থ’ সহ অন্যান্য সংস্থার পক্ষ থেকে শিক্ষক দিবস পালন

করিমগঞ্জ : পরিবেশ সংগঠন করিমগঞ্জ ‘ফ্রেন্ডস অফ আর্থ’ এবং অন্যান্য সামাজিক ও সংস্থার পক্ষ থেকে যথাযথ মর্যাদায় বৃহস্পতিবার শিক্ষক দিবস পালন করা হয়৷ শিক্ষক দিবস উপলক্ষে সকল গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করে অপরাজিতা রায়ের ‘গুরু দক্ষিণা’ গানটি শিক্ষক দিবসের অনুষ্ঠানে অমূল্য প্রাপ্তি বলে উপস্থিত শিক্ষাবিদরা মনে করেন৷ বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুধীর চক্রবর্তী, ড. প্রদীপ নাথ, ড. শ্যামলপ্রসাদ চৌধুরী, অপূর্ব দত্ত, বিশিষ্ট সাহিত্যিক দীপঙ্কর ঘোষ, অধ্যক্ষা ড. তনুশ্রী ঘোষ, সাহিত্যিক অনিন্দিতা চক্রবর্তী, বিশিষ্ট কবি জয়ন্তী নাথ, কবি ও শিল্পী টিংকু রায় ও অন্যান্য গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷

বক্তারা শিক্ষক দিবস পালনের উদ্দেশ্য ও ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জীবন দর্শন তুলে ধরেন৷ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ড. সুধীর চক্রবর্তী, ড. প্রদীপ নাথ, বিশিষ্ট সাহিত্যিক দীপঙ্কর ঘোষ, অপূর্ব দত্ত৷

স্বনামধন্য শিল্পী অনুসূয়া মজুমদার শিক্ষক দিবস উপলক্ষে দুটি সঙ্গীত পরিবেশন করেন৷ শিল্পীকে স্মারক ও উত্তরীয় দিয়ে বরণ করেন কবি অনিন্দিতা চক্রবর্তী৷ উপস্থিতদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে উৎসব সমাপ্ত করেন অনিন্দিতা চক্রবর্তী৷

Show More

Related Articles

Back to top button