Barak Valley
করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে গুরু পূর্ণিমা উৎসব পালন

যার কাছ থেকে জ্ঞান অর্জন করা যায় তিনিই গুরু : প্রভাসানন্দজি
করিমগঞ্জ : বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে গুরু পূর্ণিমা উৎসব পালন করা হয়েছে৷ রবিবার ভোর ৪টায় মঙ্গলারতির মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়৷ অন্য কার্যসূচির মধ্যে ছিল চণ্ডীপাঠ, শ্রীশ্রীঠাকুরের বিশেষ পূজা, অঞ্জলি, গুরু বন্দনা ও ধ্যান, ভোগ আরতি ইত্যাদি৷ বৈদিক মন্ত্রপাঠ ও ভজন পরিবেশন করেন মিশনের সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা৷ ভজনাঞ্জলি পরিবেশন করেন রমাকান্ত দে সহ অন্য শিল্পীরা৷ গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করেন করিমগঞ্জ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী প্রভাসানন্দ মহারাজ৷ এদিন যজ্ঞও হয়৷ পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷ এতে সহযোগিতা করে স্বেচ্ছাসেবকরা৷ গুরু পূর্ণিমা উৎসব উপলক্ষে এদিন প্রচুর সংখ্যক ভক্তের সমাগম ঘটে৷