Barak Valley

করিমগঞ্জ শহরে ষষ্ঠীর সন্ধ্যায় দর্শনার্থীদের ঢল

করিমগঞ্জ : মহাষষ্ঠীর সন্ধ্যায় দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হল করিমগঞ্জে৷ পুজো দেখতে দর্শনার্থীদের ভিড় জমে উঠেছে৷ প্রতিবারের মতো এবারও এই মহাষষ্ঠীর সন্ধ্যায় জনজোয়ারে ভাসল জেলা সদর৷ আজ মহাষষ্ঠী৷ বেলগাছের নিচে মায়ের বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে বাঙালির জাতীয় উৎসব৷ পঞ্চমীর সন্ধ্যা থেকেই মানুষের সমাগম পরিলক্ষিত হয়েছে৷ জেলা সদরের প্রায় প্রতিটি পুজো মণ্ডপে পঞ্চমীর দিনই প্রতিমা নিয়ে যাওয়া হয়েছে৷ মণ্ডপ তৈরির ক্ষেত্রেও পঞ্চমীর রাতেই কাজ সম্পন্ন হয়েছে৷ ষষ্ঠীর দিন থেকেই মানুষের ভিড় দেখা গেছে জেলা সদরে৷ শহরাঞ্চলের পাশাপাশি গ্রামের দর্শনার্থীরাও দুর্গোৎসবে সামিল হতে উপস্থিত হয়েছেন৷ সব কয়টি পুজো মণ্ডপে ষষ্ঠী পুজোর মাধ্যমে বোধন আমন্ত্রণ সম্পন্ন হয়েছে দেবী দুর্গার৷ দশভূজার পুজোতে মেতে উঠেছেন সকলে৷ শহরের সবক’টি মণ্ডপের উদ্বোধন হয়েগেছে ইতিমধ্যে৷ স্টেশন রোড থেকে মেন রোড রাজপথে যেন জনজোয়ার৷ মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের নজরকাড়া ভিড় দেখা গেছে৷

Show More

Related Articles

Back to top button