Barak Valley

করিমগঞ্জ শ্রমিক সংহতি দিবস পালন SUCI(C)-র

করিমগঞ্জ, মে : এসইউসিআই কমিউনিস্ট দলের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে দলীয় কার্যালয়ের সামনে সকাল ৯-টায় রক্ত পতাকা উত্তোলন করেন দলের করিমগঞ্জ জেলা কমিটির অন্যতম প্রবীণ সদস্য পরিমল চক্রবর্তী।

সকল কর্মী সংগঠক রক্ত পতাকা উত্তোলনেৱ পর আন্তর্জাতিক কমিউনিস্ট নেতৃবৃন্দ মার্কস, অ্যাঙ্গেলস, লেনিন, স্টালিন, মাও সে তুং ও শিবদাস ঘোষের প্রতি রক্তিম অভিবাদন জ্ঞাপন করেন।

উপস্থিত নেতা কর্মী এবং সমর্থকদের মধ্যে মে দিবসের যথার্থ তাত্‍পর্য ব্যাখ্যা করে বক্তব্য পেশ করেছেন দলের অসম রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য।

বক্তব্যের শেষে উপস্থিত কর্মী-সংগঠকরা রাস্তায় নেমে পথচলতি জনসাধারণের বুকে কাস্তে হাতুড়ি তারকা খচিত ব্যাজ পরিয়ে দেন এবং সারাদিন ব্যাপী এই ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেন তাঁরা।

Show More

Related Articles

Back to top button