Barak Valley

করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভের সাধারণ সভা ২৫শে

জনসংযোগ, করিমগঞ্জ : আগামী ২৫ আগস্ট রবিবার সকাল ১১টায় করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা এবং সুবর্ণ জয়ন্তী সমারোহের সমাপ্তি অনুষ্ঠান ও স্মরণিকা উন্মোচন অনুষ্ঠিত হবে৷ এতে দ্য করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স লিমিটেডের ভারপ্রাপ্ত সম্পাদক এক বিজ্ঞপ্তি যোগে সমিতির সদস্যদের ওই সভায় উপস্থিত থেকে সমিতির উপবিধি ১৭ (৩) অনুসারে আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে সভার উদ্দেশ্যকে সফল করতে অনুরোধ জানিয়েছেন৷

আলোচ্যসূচির মধ্যে রয়েছে সম্পাদকের প্রতিবেদন, বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সরকারি পরীক্ষিত হিসাবের প্রতিবেদন আলোচনা ও অনুমোদন, ঊর্ধ্বতন ঋণ গ্রহণের সীমা নির্ধারণ, অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক নিয়োগ, সমিতির উপবিধি ধারা ৪ সংশোধন এবং অন্যান্য আলোচনা৷

Show More

Related Articles

Back to top button