Barak ValleyAssamNorth-East

কাছাড়ে পুলিশের জালে কুখ্যাত বার্মিজ সুপারি মাফিয়া রাজন আহমেদ লস্কর

শিলচর : কুখ্যাত বার্মিজ সুপারির মাফিয়া রাজন আহমেদ লস্করকে গ্রেফতার করলো কাছাড় পুলিশ । গতকাল বুধবার রাতে এক অভিযান চালিয়ে শিলচরের মেহেরপুরের বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ ।

জানা যায়, গত রবিবার ভারত পেট্রোলিয়ামের একটি ওয়েল ট্যাংকার থেকে বৃহত্‍ পরিমানের বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করে কাছাড় পুলিশ । ওইদিন পুলিশের পৃথক পৃথক অভিযানে প্রায় এক কোটি টাকার ২০ টন অবৈধ বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করা হয় । ভারত পেট্রোলিয়ামের ট্যাংকার কেটে উদ্ধার করা হয় বহু কুইন্টাল বার্মিজ সুপারি । পাশাপাশি জব্দ করা হয় বেশ কয়েকটি ছোট বড়ো গাড়ি । অবৈধ পাচারের সঙ্গে জড়িত অভিযোগে ১০ জনকে গ্রেফতার করে গত সোমবার তাদের বিচারবিভাগীয় আদালতে পেশ করা হয় । এরপর ওয়েল ট্যাংকার থেকে উদ্ধার বার্মিজ সুপারির সূত্র ধরেই রাজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে ।

আজ বৃহস্পতিবার বিকেলে শিলচরে এক সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলার পুলিশ সুপার (এসপি) নোমাল মাহাতো বলেন, রাজন আহমেদ লস্করকে গ্রেফতার করা হয়েছে । অল আউট অপারেশনে তাকে গ্রেফতার করা হয় ।

এসপি জানান, বঙ্গাইগাঁওয়ে জেলার ভুয়ো রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যবহার করা হচ্ছিলো ওয়েল ট্যাংকারটি এবং সেই ওয়েল ট্যাঙ্কার দিয়ে পাচার করা হচ্ছিল বার্মিজ সুপারি । যার মূল মালিক রাজন আহমেদ লস্কর ।

বলেন, বার্মিজ সুপারি পাচারের সঙ্গে যে চক্র জড়িত, তাদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না । বারংবার নিত্যনতুন পন্থা অবলম্বন করলেও কোনও লাভ হবে না, কাছাড় পুলিশের অবৈধ কার্যকলাপ রোধে অবস্থান আরও তীব্র করা হয়েছে । মাহাতো বলেন, রাজন আহমেদ লস্করকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । বার্মিজ সুপারি পাচারে যারা জড়িত তাদেরকে শীঘ্রই পাকড়াও করা হবে ।

Show More

Related Articles

Back to top button