
নয়াদিল্লি: এখন থেকে আর ইন্ডিয়া নয়, ‘ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং’ বা ‘এনসিইআরটি’ অনুমোদিত পাঠ্যপুস্তকে লেখা থাকবে ‘ভারত’। আর ইন্ডিয়া নয়।
উল্লেখযোগ্য যে, স্কুল পাঠ্যক্রম সংশোধনের জন্য একটি উচ্চ-স্তরের কমিটি গঠন করেছিল এনসিইআরটি। এই কমিটির চেয়ারম্যান ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সিআই ইসাক।
এই কমিটি সুপারিশ করেছে, ‘ইন্ডিয়া’ নয়, প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয় স্তরের পাঠ্যপুস্তকে দেশের নাম হওয়া উচিত ভারত। এবং এই সুপারিশে সুলমোহর দিল এনসিইআরটি।
ভারত বনাম ইন্ডিয়ার আঁচ পড়ল শিক্ষা ক্ষেত্রেও। এর আগে জি২০ সম্মেলনেও ‘ইন্ডিয়া’র জায়গা নেয় ‘ভারত’।